Wellcome to National Portal
ইনস্টিটিউট অব টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনোভেশন (আইটিটিআই) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০২২

আইটিটিআই-এর পটভূমি

আইটিটিআই-এর পটভূমিঃ

২০১৫ সালের অক্টোবর মাসে একনেকের অনুমোদনক্রমে ‘বিসিএসআইআর-এর প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবন সংক্রান্ত ভৌত সুবিধাদি সৃষ্টি’ শীর্ষক বার্ষিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইনস্টিটিউট অব টেকনোলজি ট্রান্সফার এন্ড ইনোভেশান-এর যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ২২ জন অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত জনবল দ্বারা প্রকৌশল ভবনের ৪র্থ তলায় গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম শুরু হয়। উক্ত প্রকল্পের আওতায়, বিসিএসআইআর ক্যম্পাস ঢাকাতে ছয়তলা বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর ভবন নির্মান করা হয়, যা বর্তমানে ইনস্টিটিউট অব টেকনোলজি ট্রান্সফার এন্ড ইনোভেশান (আইটিটিআই) নামে, নতুন প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে।

বর্তমানে আইটিটিআই-এর মাধ্যমে উন্নততর প্রযুক্তি প্রদর্শনী, প্রযুক্তি ট্রায়াল ও প্রশিক্ষণের মাধ্যমে কম খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইনহাউজ মাছ চাষ ও গবাদি পশুর খাদ্য তৈরি গবেষণা, প্লাষ্টিক টিউবে মাইক্রোএলজি  চাষের গবেষণা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুটকি উৎপাদন গবেষণা, মাছের পোনার লাইভ ফিড তৈরি গবেষণা, এনালাইটিক্যাল বিশ্লেষনের মাধ্যমে রোগ নির্ণয় গবেষণা, খাদ্যে প্রোটিন ও ফ্যাটের গবেষণা ও হাইড্রোপনিক টেকনোলজির মাধ্যমে ইনডোর সবজি উৎপাদন-সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করা হচ্ছে। এছাড়া, উপরিউক্ত বিষয়ে বিভিন্ন গবেষণা সহায়তা দেওয়া, ট্রেনিং প্রদান করা, উদ্যোক্তাদের প্রযুক্তির ব্যাপারে পরামর্শ দেওয়া, এনালাইটিক্যাল সেবা প্রদান-সহ আইটিটিআই-এর বিভিন্ন পণ্য লিজ আউট করা হয়েছে। 

আইটিটিআই-এর ছয় তলা ভবনটি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির আধুনিক সুযোগ-সুবিধায় পরিপূর্ণ। আইটিটিআই-এর অত্যাধুনিক আণবিক জীববিজ্ঞান পরীক্ষাগার, হাইড্রোপনিক পরীক্ষাগার, অণুজীব পরীক্ষাগার, বিশ্লেষণাত্মক পরীক্ষাগার, পুষ্টি বিশ্লেষণ পরীক্ষাগার, এবং পানির গুণগত মান ব্যবস্থাপনা পরীক্ষাগার রয়েছে। এই ল্যাবরেটরিগুলি অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা পরিপূর্ণ, তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ রিয়েল-টাইম পিসিআর, আল্ট্রা-ফ্রিজার, ইনকিউবেটর, পিসিআর ওয়ার্কস্টেশন, বায়োরিয়াক্টর, ডুমাস প্রোটিন বিশ্লেষক, র‍্যাপিড চর্বি বিশ্লেষক, গ্যাস ক্রোমাটোগ্রাফি, আয়ন ক্রোমাটোগ্রাফি, এইচপিএলসি, অ্যামিনো অ্যাসিড বিশ্লেষক, আর্দ্রতা বিশ্লেষক, স্পেকট্রোফটোমিটার, মাল্টি-ডিস প্রিন্টার এবং ফটো-বায়োরিয়াক্টার। এগুলোর, পাশাপাশি অত্যাধুনিক সেমিনার রুম ও মিডিয়া সেন্টার প্রতিষ্ঠানটির আকর্ষণ অনেকগুণে বৃদ্ধি করেছে। তবে, এই ছয় তলা ভবনের মধ্যে, হাইড্রোফনিক ঘাস ইউনিটটি ইনস্টিটিউটের সামনে এবং বিসিএসআইআর ঢাকা ক্যাম্পাসের অভ্যন্তরে ইনডোর ফিশ ফার্মিং এবং শুটকি মাছ উৎপাদন করার হিট পাম্প ড্রায়ার রয়েছে।

উল্লেখ্য যে, আইটিটিআই ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা পর্যায়ে পনেরটি  (১৫ টি) মাটিবিহীন ঘাস উৎপাদন প্রযুক্তি এবং পানি পুনঃব্যাবহার করে (আরএএস পদ্ধতির মাধ্যমে) স্বল্প জায়গায় মাছ চাষের সাতটি (৭ টি) প্রযুক্তি স্থাপন করেছে। এছাড়া, আইটিটিআই-এর উদ্ভাবিত বিভিন্ন নিউট্রাসিউটিক্যাল পণ্য বিসিএসআইআর-এর মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে লিজ দেওয়া হয়েছে।